দিনের শুরুতে জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে চতুর্থ দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। চতুর্থ দিনে খেলা হবে ৮৬ ওভারের। মাঠে নেমেই দিনের শুরুতে জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২২১ রান।
আজকের দিনের দ্বিতীয় ওভারেই উইকেটে থিতু হয়ে যাওয়া আজহার আলীকে ফিরিয়ে দেন ইবাদত। এরপর থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার বাবর আজমকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম উইকেট। ১৪৪ বল খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার ৫৭ রানে ফিরে যান। ভাঙে ১২৩ রানের শক্ত জুটি। ইবাদতের বলটি উইকেট নেওয়ার মতো ছিল না। বাংলাদেশি পেসার শর্ট বল দেন। কিন্তু বলে তেমন গতি ছিল না। চার হজম করার মতোই ডেলিভারি ছিল। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই টাইমিংয়ে গড়বড় করেন আজহার। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন কিপার লিটন দাস।
এরপর ৭৬ রান করা বাবরকে এলবির ফাঁদে ফেলেন খালেদ। ২০১৮ সালে অভিষেক হওয়া খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে পেলেন প্রথম উইকেটের স্বাদ।