প্যানডোরা পেপারসে বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত আটজনের নাম
- আপডেট সময় : ০২:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে নিয়ে লুকানোর এবং কর ফাঁকির গোপন জগৎ নিয়ে তৈরি করা প্যানডোরা পেপারসের নথিপত্র প্রকাশ করেছে।
সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে নাম প্রকাশ করা হয়। নতুন এ তালিকায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত আটজনের নাম পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সাত লাখ ৪০ হাজার ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম রয়েছে। প্যানডোরা পেপারসে যেসব বাংলাদেশির নাম পাওয়া গেছে, তারা বাংলাদেশের পাশাপাশি অন্য আরেকটি দেশের পরিচয়ও ব্যবহার করেছেন। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও আর্জেন্টিনা।
আইসিআইজে প্যানডোরা পেপারসের ডাটা উন্মুক্তভাবে প্রকাশ না করলেও অংশীদারদের সঙ্গে বিনিময় করেছে। প্যানডোরা পেপারস হচ্ছে আইসিআইজে প্রকাশিত প্রায় এক কোটি ২০ লাখ নথির ডকুমেন্ট। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের, রাজনীতিবিদ ও ক্ষমতাবান ব্যক্তির অর্থ পাচার, কর ফাঁকি ও গুপ্ত সম্পদের তথ্য সামনে এসেছে। ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক কয়েক মাস ধরে ১৪টি উৎস থেকে নথিগুলো সংগ্রহ করেছেন।