খুলে দেয়া হয়েছে সরকারি আনন্দমোহন কলেজের সব হল
- আপডেট সময় : ০৬:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আজ সকাল থেকে খুলে দেয়া হয়েছে সরকারি আনন্দমোহন কলেজের সব হল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিবাদে চারদিন বন্ধ ছিল।
গতকাল দিনভর কয়েক দফা মিটিং শেষে রাত ৯টার দিকে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমান উল্লাহ’র সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে আর বিবাদে না জড়ানোর আহবান জানিয়েছে। গত ৩ ডিসেম্বর রাতে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ, জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর মহানগর ছাত্রলীগের অনুসারীরা আন্দোলনে নামে। গত শনিবার দিনভর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা-ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেতে ওইদিন সন্ধ্যার দিকে কলেজের সব হল বন্ধের নির্দেশনা দেন কর্তৃপক্ষ।