কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় জরুরি পদক্ষেপ এবং ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ এবং ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন।
টোকিও নিউট্রিশন ফর গ্রোথ সামিট ২০২১ এ ভার্চুয়াল মধ্যমে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। জাতিসংঘের পুষ্টি বিষয়ক কর্মের দশকের মাঝপথে এই সংকটজনক সময়ে তিনি বলেন, সব ধরনের অপুষ্টির অবসান ঘটাতে একটি বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার সাহসী অঙ্গীকারের সময় এসেছে। তিনি বলেন, সব নাগরিকের জন্য পুষ্টি নিশ্চিত করা একটি কঠিন কাজ, কিন্তু টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে তা একান্ত প্রয়োজন। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, পুষ্টি কর্মসূচিতে এর প্রভাবসহ কোভিড-১৯ এর চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে।