ঢাকা টেস্টেও বিপর্যয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টেও করুণ বাংলাদেশ। ফলো-অনে পড়ার শঙ্কায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৭৬ রান। শেষ দিনে বাংলাদেশের আশার প্রদীপ ২৩ রানে অপরাজিত থাকা সাকিব আল হাসান। ৬ উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধস নামান সাজিদ খান। এর আগে, ৪ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
দেখে মনে হতে পারে হাইলাইটস। কিন্তু না,এটি পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস।
৪৬ রানে পাঁচ উইকেট, টাইগারদের এমন আত্মাহুতি যুদ্ধ বিধ্বস্ত কোন দেশের সাথে তুলনা করলেও ভুল হবে না নিশ্চয়ই। সাদমান, অভিষিক্ত জয় কিংবা হালের মুশফিক, সবাই ব্যর্থ এদিন।
বারবার বেঁচে গিয়েও শেষ রক্ষা হলো না নাজমুল হাসান শান্তর। তাকে ফিরিয়ে সাজিদ খান পেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ।
দলের বিপর্যয়ে প্রতিরোধ গড়তে পারেননি মেহেদী হাসান মিরাজও। বরং তিনিও উইকেট উপহার দিলেন সাজিদ খানকে।
আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে খেলা। তাতে হাফ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ। ধ্বংস্তুপের উপড় দাঁড়িয়েও ২৩ রানে সাকিবের অপরাজিত থাকাটাই হয়তো বড় প্রাপ্তি স্বাগতিকদের। কেন না ফলো-অন এড়াতে এখনও বাংলাদেশের প্রয়োজন ২৫ রান। হাতে মাত্র ৩ উইকেট।
অবশ্য দিনের শুরুটায় আলো ছড়িয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে গেল দু’দিন অলস সময় কাটানো দলকে ভাল শুরু এনে দেন সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। চতুর্থ দিনের প্রথম সেশনে লড়াইয়ের মানসিকতা দেখান এই দুই পেসার। দ্রুত ফিরিয়ে দেন আগের দিনের দুই থিতু ব্যাটার আজহার আলি ও বাবর আজমকে।
তবে, পাকিস্তানকে খেই হারাতে দেননি রিজওয়ান ও ফাওয়াদ আলম। এদুইয়ের জোড়া অর্ধশতকে ৪ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।