কার্যনির্বাহী সভায় মুরাদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে : হানিফ
- আপডেট সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। দুপুরে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পদত্যাগ পত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে অশালীন বক্তব্য দেয়ার প্রেক্ষিতে গতরাতে তাকে মন্ত্রীত্ব ছাড়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, দলের আগামী কার্যনির্বাহী সভায় মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। সেটি হলে তার এমপি পদও খারিজ হয়ে যাবে।
ডা: মুরাদ হাসান। আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। যিনি নানা সময় জড়িয়েছন নানা বির্তকে। এই নিয়ে বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে হৈ চৈ।
অবশেষে গত রবিবার ঢালিউডের নায়িকা মাহিয়া মাহি ও ইমনকে নিয়ে মুরাদ হাসানের এক অসৌজন্যমূলক কথোপকতনের অডিও ফাঁস হয়। তা নিয়ে গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়।
সোমবার রাতে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, কোন অন্যায়কারীদের মন্ত্রিসভায় রাখা হবে না। তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে মাহিয়া মাহি বলেন, ওই দিনের ঘটনাটি ছিল বিব্রতকর। তিনি পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেন।
সকালে জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়ে আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।