মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ এগিয়ে চলছে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে পুরো বাংলাদেশ এগিয়ে চলছে। অন্যদিকে, কতিপয় হত্যাকারী, সন্ত্রাসী ও দূর্বৃত্ত রয়েছে যারা অপরাজনীতি করে, বিকৃতি করে ইতিহাস। যারা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের মনের মধ্যে রয়েছে পাকিস্তান।
মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুইমিংপুল ও জিমনেসিয়ামে আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, অপশক্তির সকল অপচেষ্টা রুখে দিতে হবে। বাংলাদেশের আজকের যে অর্জন তা বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে। লাল সবুজের মর্যাদা আজ বিশ্বব্যাপী। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশ সুপার আয়েশা সিদ্দীকাসহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বক্তব্য রাখেন। সমাবেশে জেলার মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।