ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ২০২১
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ২০২১।
এ উৎসব চলবে ১০ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। উৎসবে দেশ বিদেশের নির্মাতাদের ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।রাজধানীর গুলশান শুটিং স্পোর্ট ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামীদ এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, উৎসবের ভেন্যু হিসেবে থাকছে ৪৫০ আসনের হোপ স্কুল থিয়েটার হল।বাংলাদেশ প্রথম বারের মত ডলবি সাউন্ড সিস্টেমে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা মূল্যে উৎসবের সকল চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসময় আয়োজকসহ অভিনয় শিল্পীদের অনেকেই উপস্থিত ছিলেন।