নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে সদরের কুন্দুপুরের বউবাজারের এই দুর্ঘটনায় তিনজনই ভাইবোন।
পুলিশ জানায়, তিন শিশু-কিশোর সকালে রেল লাইনের ওপরে খেলা করছিল। ঘন কুয়াশার কারণে ট্রেন আসলেও শিশুরা কিছু বুঝতে পারেনি। পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি শিশুদের বাঁচাতে এগিয়ে আসলে তিনিও আহত হন। এরপর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এতে চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা খুলনাগামী রূপসা ট্রেন আটকে দেয়। এসময় দুর্ঘটনাস্থলের আশপাশে দুইটি বাজার থাকায় দুর্ঘটনারোধে রেল ক্রসিং স্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।