বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ ছাত্রলীগ কর্মীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ ছাত্রলীগ কর্মীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান মামলার রায়ে আরও বাকি ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
রায়ে আদালত বলেন, সকল আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট অভিযোগে পিটিয়ে হত্যা করায় ২৫ জনকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয়া। আবরারের বাবা ও ভাই তাদের প্রতিক্রিয়ায় রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। অন্যদিকে, উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামীপক্ষ। বুধবার সকাল সোয়া ৯টার দিকে ২২ আসামিকে আদালতে নেয়া হয়। এর আগে মামলার ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ৪ মার্চ। ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। পলাতক থাকায় ৩ আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। দেশের অন্যতম এই বিদ্যাপীঠে একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনাটি ব্যাপকভাবে সমালোচিত হয়। এরপর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবিতে মাঠে নামে সারা দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট।