চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন জয়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন জয়ী হয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সারাদেশে মনোনয়নপত্র দেওয়ার সমন্বিত প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯৫ জন জনপ্রতিনিধি বিনাভোটে জয়ী হয়েছেন। এদের মধ্যে ১১২জন সংরক্ষিত সদস্য ও ১৩৫ জন সাধারণ সদস্য রয়েছেন। ইসি জানায়, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।