পালিত হচ্ছে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস।
এ উপলক্ষে সকালে নিহতদের স্মরণে নির্মিত শহরের অজহর রোডে স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদী মিছিল, মানববন্ধন এবং শহরের প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে পাঁচ মিনিট স্তব্ধ নেত্রকোণা কর্মসূচী পালন করা হয়। ট্র্যাজিডি দিবস এসব কর্মসূচীতে সকল স্তরের মানুষ অংশ নেন।
২০০৫ সালের এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পীগোষ্ঠী ও জেলা উদীচী কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী জঙ্গির বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ ৮ জন নিহত হয়েছিল। আহত হন আরো অর্ধশতাধিক মানুষ। এরপর থেকে প্রতিবছর ৮ ডিসেম্বরকে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস হিসেবে পালন করে আসছে নেত্রকোণাবাসী।