ধামরাইয়ের লোকালয়ে বানর বিচরণের ইতিহাস প্রায় ৪শ’ বছরের
- আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে লোকালয়ে বানরের বিচরণের ইতিহাস প্রায় ৪শ’ বছরের। বনাঞ্চল হ্রাসে খাদ্য সংকটে বানরগুলো তীব্র হুমকির মুখে। খাদ্য সংকটে থাকা বানরের উৎপাতে বিপাকে ছিল স্থানীয়রা, ব্যক্তিপর্যায়ে স্থানীয়রা কিছু খাবার সরবরাহ করলে বর্তমানে সরকারিভাবে বানরের খাবারের স্থায়ী ব্যবস্থার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এক সময় রাজধানী ঢাকার সন্নিকটে ধামরাই উপজেলা ছিল বানরের অভয়ারণ্য। খাবার সংকট, বসবাস ও বিচরণের অনুকূল পরিবেশ না থাকায় দিন দিন কমছে বানরের সংখ্যা। অতীতে কয়েক হাজার বানরের দেখা মিললেও বর্তমানে এর সংখ্যা মাত্র ৩ শতাধিক। খাদ্য সংকটে বানরগুলো খাবার না পেয়ে প্রায়ই এলাকার মানুষের বাড়িতে হানা দিচ্ছিলো। এমন পরিস্থিতিতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই উদ্যোগ নেন সরকারিভাবে বানানের স্থায়ী খাবারের ব্যবস্থার। বানরের নানা কর্মকান্ডে বিরক্তি থাকলেও বানরের খাবারের উদ্যোগে স্বস্তির কথা জানিয়েছেন এলাকাবাসী। এদিকে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্যবাহী বানরের বিলুপ্তি রক্ষায় খাদ্য বিতরণে বিশেষ মাসিক অনুদানের কথাও জানায় ঢাকা জেলা প্রশাসক।