শঙ্কা সত্যি করে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শঙ্কা সত্যি করে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।ঢাকা টেস্ট ইনিংস ও ৮ রানে জিতে দুই ম্যাচের সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। বৃথা গেছে সাকিবের ৬০ রান আর মুশফিক, লিটনের লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২০৫ রানে। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় মমিনুলের দল।
একটা আউট, কতটা আক্ষেপ, কতটা কষ্টের তা জানে বাংলাদেশ, জানে ১৭ কোটি বাঙালি।
ড্র থেকে যখন হাত ছোঁয়া দূরত্বে বাংলাদেশ। তখনই দুর্ভাগ্যের শিকার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই করা সাকিব আল হাসান।
শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেননি খালেদ, তাইজুলরা। ফলাফল ঢাকা টেস্টে বাংলাদেশের ইনিংস ও ৮ রানের হার। ব্যর্থতার ষোলকলা পূর্ণ। টি-টুয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ টাইগাররা।
শেষ আর শুরুর কতই না মিল। ফলোঅনে পরা বাংলাদেশের আস্থা হতে পারেনি টপ অর্ডার।
সাদমান, মাহমুদুল হাসান, নাজমুল শান্ত কিংবা হালের মমিনুল কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপর্যস্ত এক দল বাংলাদেশ।
পঞ্চম উইকেটে মুশফিক লিটনের ৭৩ রানের প্রতিরোধ আশা, ভরসার নাম। তবে, দিনটা যে বাংলাদেশের না।।
ভাঙা স্বপ্ন জোড়া জাগানোর চেস্টায় মুশফিক সাকিব। তবে অল্প তুষ্টিতে ভোগার যে পূরানো অভ্যাস বাংলাদেশের তা এদিনও মাথা চারা দিয়ে উঠে। তা না হলে মুশফিকের এমন রান আউটের ব্যাখ্যা কি?
শুধু ভরসা হয়ে ছিলেন সাকিব। মিরাজকে নিয়ে পারি দিতে বহু পথ। এগুচ্ছিলেন বটে কিন্তু হঠাৎ ঝড়ে লন্ডভণ্ড বাংলাদেশ। মুহুর্তে স্বাগতিকদের আশা ভরসা রূপ নেয় বিষাদে।
দিনের শুরুটাও যাচ্ছে তাই। ফলোঅন এড়াতে টাইগারদের প্রয়োজন ছিলো ২৫ রানের।
কিন্তু, করতে পারেনি বাংলাদেশ। ১১ রান যোগ করতেই অলআউট স্বাগতিকরা। ৩৩ করে সাকিব ফিরলে ভাঙ্গে বাংলাদেশের প্রতিরোধ।
১২ উইকেটে নিয়ে বাংলাদেশের দুই ইনিংসে ধস নামানো সাজিদ খান হয়েছেন ম্যাচ সেরা।
সিরিজ সেরার পুরষ্কার উঠেছে আরেক পাকিস্তানি আবিদ আলীর হাতে।