পাচারের সময় স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
বিজির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে, এমন সংবাদে বিজিবির টহল দলের অভিযানে একটি ভ্যান আটক করে। পরে ভ্যান চালকের দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের দাম ২২ লক্ষ ৫০ হাজার টাকা। আটক স্বর্ণ চোরাচালানীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।