আজ গুলশানের লেকশোর হোটেলে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
- আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় গুলশানের লেকশোর হোটেলে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি এক সেমিনারের আয়োজন করছে। সেমিনারে সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।
এদিকে.. জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে। এ দেশে কেবল বিরোধী দলের নেতা-কর্মীরাই নয়— সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র-শিক্ষক, শ্রমিক, নারী-শিশুসহ কারও কোনো নিরাপত্তা নেই। এঁরাও গুম, গুপ্ত হত্যা ও বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই রাজনৈতিক বিশ্লেষক, টক শো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করা হচ্ছে এবং কারাবন্দী করে রাখা হচ্ছে।