টানা ৩ দিনের বৃষ্টিতে ফরিদপুরে ফসলের ব্যপক ক্ষতি
- আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টানা ৩ দিনের বৃষ্টিতে ফরিদপুরে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ধান ,পেঁয়াজ, সরিষাসহ প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি।ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষক। ফসলিজমিতে বৃষ্টির পানিজমে বেশীর ভাগ ফসলই নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা তারা। এমন ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা আশা করছেন এ অঞ্চলের চাষীরা।
ফরিদপুরে ক্ষতিগ্রস্থ ধান-পেঁয়াজ, সরিষাসহ প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে টানা ৩ দিনের ভারি বর্ষণে ফরিদপুরে ধান, পেঁয়াজ, ধনিয়া, সরিষাসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে আছে প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি। দিন কয়েক পরেই এসব ফসল ঘরে তোলার প্রস্তুতিতে ছিলো কৃষক। এমন মূহুর্তে হঠাৎ সৃষ্ট নিম্নচাপের বৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে জমির ফসল। অনেক কৃষক পাকা কিছু ধান শ্রমিক সংকটের কারণে ঘরেও তুলতে পারছেন না।ফলে ব্যাপক ক্ষতির মূখে পড়েছেন তারা। ক্ষতি পুসিয়ে নিতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছে অনেকেই।
বৃষ্টির কারণে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা। ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনাসহ সরকার সব ধরনের সহযোগীতা করবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্থ কৃষকদের।