টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে অবতরণ করে টাইগাররা।
সেখান থেকে সরাসরি হোটেলে চলে যায় বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে দল। হবে দুদফা করোনা পরীক্ষা। ৪ দিনের রুম কোয়ারেন্টাইন শেষে খোলা আকাশে ঘুরাঘুরি করতে পারবেন ক্রিকেটাররা। পাকিস্তানের সিরিজে ভরাডুবির পর নতুন চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। টানা খেলার মধ্যে থাকায়, ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি ভর করলেও সেটা নিয়ে ভাবছেন না বরং ওশেনিয়াতে গিয়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ থাকায় ভালো কিছুরই আশা করছে টিম ম্যানেজম্যান্ট। ১ জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মুখোমুখি হবে মমিনুলের দল। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে। সিরিজ শুরুর আগের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।