পায়ে হাঁটার ফুটপাতও নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে
- আপডেট সময় : ০৭:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নাগরিকদের নূন্যতম পায়ে হাঁটার ফুটপাতও নেই শহরের বেশির ভাগ অংশে। শহরের প্রধান সড়কে সামন্য যেটুকু ফুটপাত আছে তাও হকারদের দখলে। ফলে নাগরিকদের নামতে হচ্ছে সড়কে। সবমিলিয়ে প্রবল যানযটে নাভিশ্বাস শহরবাসীর।
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বর্তমানে জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখের কাছাকাছি। পৌর শহরে কাঁচা-পাকা মিলে রয়েছে ১২৮ কিঃ মিঃ সড়ক। একটি মাত্র প্রধান সড়কের উপর নির্ভরশীল পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে ধারণ ক্ষমতার কয়েকগুন বেশী যানবাহন। পৌরসভা থেকে ১ হাজার ইজিবাইক ও ৩ হাজার অটোরিক্সার লাইসেন্স দেয়া হলেও লাইসেন্স ছাড়া চলাচলকারী যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেশী। সংকীর্ণ সড়কে দ্রুত গতির অটোরিক্সা ও ইজিবাইকের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সে সাথে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন না মানায় শহর যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছে।এসব যানবাহনে উচ্চ মাত্রার হর্ণ ব্যবহারে শব্দ দূষণসহ পৌরবাসী নানাবিধ শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। সীমিত পরিসরে থাকা ফুটপাতগুলোও রয়েছে হকারদের দখলে। সাধারণ মানুষ দ্রুত নাগরিক দুর্ভোগ থেকে মুক্তি চান।
লাইসেন্স বিহীন যাবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা
ভয়েজওভারঃ যানজট নিরসনে হকার উচ্ছেদের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন পৌর মেয়র
নাগরিকদের কষ্ট লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।