মেক্সিকোতে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত
- আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার চিয়াপাস রাজ্যের তুক্সতলা গুতিয়েরেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাতিন আমেরিকার দেশগুলোর অভিবাসীরা দারিদ্র্য ও সহিংসতা থেকে মুক্তি পাওয়ার আশায় অবৈধপথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করে।
পাচারকারীদের খপ্পরেও পড়েন তারা। পাচারকারীদের ট্রাকে উঠে খুব বিপজ্জনকভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেন অভিবাসীরা। ধারণা করা হচ্ছে, এ ধরনের একটি ট্রাকে এ দুর্ঘটনা ঘটেছে।শহরের কাছের একটি সড়কে বাঁক নেয়ার সময় উল্টে যায় ট্রাকটি। এতে ৫৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ম্যাক্সিকান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ছবিতে দেখা গেছে, সাদা রঙের ট্রাকটি খণ্ডবিখণ্ড হয়ে সড়কে উল্টে আছে। রাস্তায় শুইয়ে রেখে আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা দেয়া হয়েছে।চিয়াপাসের জরুরি ব্যবস্থাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসীদের নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে না যেতে আহ্বান জানিয়েছেন।