বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের ভরাডুবি দ্রুতই কাটিয়ে উঠবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ও পাকিস্তানের সিরিজের ভরাডুবি দ্রুতই কাটিয়ে উঠবে দল বিশ্বাস করেন বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী তিনি। তবে, ব্যাটিংয়ে উন্নতির বিকল্প দেখছেন না রিয়াদ।
টেস্ট কিংবা টি-টুয়েন্টি। কোথাও যেন স্বস্তি নেই বাংলার ক্রিকেটে। ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে চলছে সমালোচনা, আলোচনা হচ্ছে ক্রিকেটাদের এ্যাপ্রোচ, টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের দল গঠনের প্রক্রিয়া নিয়েও। সব মিলিয়ে যেন চোরাবালিতে ডুবে আছে বাংলাদেশের ক্রিকেট।
তবে, ব্যর্থতার শুরুটা টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে। সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচে হার নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশকে। যদিও দ্রুতই ব্যর্থতা কাটিয়ে উঠবে দল বিশ্বাস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।
বছর না ঘুরতেই মাঠে গড়াবে আরও একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় বসবে অস্টম আসর। যে আসর নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, কন্ডিশন বিবেচনায় ব্যাটিংয়ের উন্নতির বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।
টি-টুয়েন্টি কঠিন ফরম্যাট তাই এই ফরম্যাটে আরও মনোযোগী হতে হবে বলে মনে করেন রিয়াদ।
একটা জয়ই বদলে দিতে পারে সবকিছু, বিশ্বাস করেন মাহমুদউল্লাহ রিয়াদ।