নকআউট পর্ব নিশ্চিত করেছে ভিলারিয়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ভিলারিয়েল। আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে শেষ দল হিসেবে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় ভিলারিয়েল। লিড এনে দেন এডাম গ্রোইনভেল্ড। ৪২ মিনিটে এতিনি কাপুয়ের গোলে লিড দ্বিগুণ করে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। ফিরে এসেও তারা ধরে রাখে নিজেদের আধিপত্য। গ্রোইনভেল্ডের দ্বিতীয় গোলে ৩-০ গোলের লিড পায় দলটি। পরের সময়টায় ঘুরে দাঁড়ায় আটালান্টা। ৭১ আর ৮০ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ায় তারা। যদিও শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি আটালান্টা। রোমাঞ্চ আর উত্তেজনা ছড়ানো ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলারিয়েল।