সারাদেশে চলছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। চার দিনের এ কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। তবে করোনার কারণে এবার বাস ও রেলস্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা বন্ধ থাকবে।
নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সারাদেশের ন্যায় বিভাগীয় শহর ময়মনসিংহে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় এবার ৮ লাখ ২৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালে জেলা শহরের মিয়াপাড়ায় মেরী স্টোপস ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান।
নাটোর আধুনিক সদও হাসপাতালে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংএর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সকালে সাতক্ষীরা পলাশপোল সূর্যের হাসি ক্লিনিকে শিশুদের ভিটামিন‘ এ’ ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন মোঃ হুসাইন সাফয়েত।