চট্টগ্রামে পলিস্টার সুতার চালানে ধরা পড়লো সাড়ে ৯ কেজি কেমিকেল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পলিস্টার সুতার চালানে ধরা পড়লো সাড়ে ৯ কেজি কেমিকেল। চালানটি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।
কাস্টম কর্মকর্তারা জানায়, ময়মনসিংহের ভালুকা পৌরসভার পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আমদানী করা পণ্যটি চট্টগ্রাম বন্দরে আসে। চালানে লেখা ছিলো, ১০০ শতাংশ পলিস্টার ইয়ার্ন সুতা আমদানী করা হচ্ছে। মূল্য প্রায় সাড়ে ৩৫ লাখ চালানের নীট ওজন ২৫ টন। চালানটি খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রাম আগ্রাবাদের রাসেল গার্মেন্টস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে গত ৬ ডিসেম্বর। খালাসকালে কনটেইনারের সামনে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে ওই চালানে সুতার পরিবর্তে কেমিকেল আনার বিষয়টি নিশ্চিত হন।