নারায়ণগঞ্জের কলেজ ছাত্র মফিজুল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের কলেজ ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়।
এ মামলায় দুই নারীসহ আরও ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অন্য ৫ আসামীকে খালাস দেয়া হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এ রায় দেয়। ২০১০ সালের ১৩ মে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুরে যৌতুকের দাবীতে কার্তিক তার স্ত্রী শিপ্রাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন হত্যা মামলা দায়ের করেন।