হত্যা মামলার এজাহার পরিবর্তনের মামলায় বরখাস্ত ওসি কারাগারে
- আপডেট সময় : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৭৪০ বার পড়া হয়েছে
হত্যা মামলার এজাহার পরিবর্তনের মামলায় রাজশাহীর পুঠিয়া থানার বরখাস্ত ওসি সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালতে ।
দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ওসি সাকিল উদ্দিন আহমেদ গত ৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। কিন্তু ওই দিন আদালতে পূর্ণাঙ্গ নথি না থাকায় শুনানি হয়নি। গত ২৪ এপ্রিল পুটিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে ১০ জুন নিখোঁজ হন শ্রমিক নেতা নুরুল ইসলাম। পরদিন সকালে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার ‘এসএস ব্রিকফিল্ড’থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার পরিবর্তনের অভিযোগে নিহতের মেয়ে ওসি সাকিলের বিরুদ্ধে রিট করেন হাইকোর্টে। পরে, উচ্চ আদালতের নির্দেশে সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়।