ডেলটার চেয়ে করোনার ওমিক্রন ধরন বেশি দ্রুত ছড়ায় : ডব্লিউএইচও

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ডেলটার চেয়ে করোনার ওমিক্রন ধরন বেশি দ্রুত ছড়ায়। এটি টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটি কম গুরুতর লক্ষণ সৃষ্টি করে। রোববার ডব্লিউএইচও এসব কথা জানায়। চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশির ভাগ সংক্রমণের জন্য ডেলটা ধরনকে দায়ী করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরন শনাক্তের পর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়।