মানিকগঞ্জে নববধূ হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদন্ড
- আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে নববধূ সুপ্রিয়া সাহা হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই রায়ে অন্য তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে।
সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ৭ আগষ্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সাথে প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে হয় সুপ্রিয়ার। বিয়ের পর ভাড়া বাড়িতে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির সাথে থাকতেন সুপ্রিয়া। শুরু থেকেই শ্বশুর-শ্বাশুড়ি তাকে নির্যাতন করতো। ২৮ সেপ্টেম্বর ওই বাড়ি থেকেই গলায় গামছা পেঁচানো অবস্থায় সুপ্রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সুপ্রিয়ার বাবা, তার স্বামী-শ্বশুর-শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করেন।