লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই লিডস ইউনাইটেডের বিপক্ষে লিড নেয় সিটিজেনরা। গোল করেন ফিল-ফোডেন। ১৩ মিনিটে জ্যাক-গ্রিলিশ ও ৩২ মিনিটে কেভিন-ডি-ব্রূইন গোল করলে প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করে সিটি। ৪৯ মিনিটে রিয়াদ-মাহরেজ ও ৬২ মিনিটে কেভিন ডি-ব্রূইন তার দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৫-০। ৭৪ মিনিটে জন-স্টোন আর ৭৮ মিনিটে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাথান-একে । বুধবার সিটিজেনদের বিপক্ষে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় হারের লজ্জায় পায়–লিডস।