ঝিনাইদহে সতন্ত্র ও আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সতন্ত্র ও আওয়ামী লীগর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনী কার্যালয় ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পদ্মাকর ইউনিয়নের লৌহজঙ্গা গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিজামুল গণি লিটু ও স্বতন্ত্র প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকদের মাঝে নির্বাচনী প্রচারণার সময় হাতাহাতি হয়। রাত ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন হাটগোপালপুর বাজারে ধাওয়া-পাল্টা-ধাওয়া করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় ভাংচুর করা হয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ ৩টি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।