সফররত ভারতীয় প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি বলে মনে করেন তারা। এর আগে, ধানমন্ডি বত্রিশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তিনদিনের রাষ্ট্রীয় সফের এসেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি। এসময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর ও একটি অশোক গাছের চারা রোপণ করেন তিনি।
স্মৃতিসৌধে রামনাথ কোবিন্দের সঙ্গে তার স্ত্রী ভারতীয় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সফরের প্রথম দিন বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির বৈঠক। বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজনে নৈশভোজে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানেও যোগ দেবেন রামনাথ কোবিন্দ।
এছাড়া, সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতীয় রাষ্ট্রপতি রমনা কালী মন্দিরের নতুন সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন। ওই দিন বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির।