এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
এবার ব্যাংকিং ব্যবসায় পা রাখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পিপলস ব্যাংকের দু’টি পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের হাতে।
দেশসেরা এই ক্রিকেটার ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন।ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিকানা পাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। ব্যাংকটির মালিকানায় আসতে প্রায় ২৫ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন সাকিব।লাইসেন্স পেলেই কার্যক্রম শুরু করবে পিপলস ব্যাংক। ব্যবসায়ী হিসেবে প্রথমে সাকিব আল হাসান রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করেন। দ্রুত নিজের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। শেয়ারবাজার, স্বর্ণ আমদানি ও বিপণন, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রাভেল এজেন্সি, হোটেল, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। এছাড়া দেশের বাইরেও বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।