বড় হার দিয়েই হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বড় হার দিয়েই হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল সবুজের দল।
মঙ্গলবার মওলনা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশকে চাপ রাখে ভারত। বিশ্বের নাম্বার থ্রি দলটির গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ মিনিট পর্যন্ত। এরপর বাংলাদেশ আর দাঁড়াতেই পারেনি। একের পর এক গোল খেয়ে এক প্রকার দিশেহারা ছিলেন আশরাফুলরা। ১২ মিনিটে দিলপ্রিত সিংয়ের মাধ্যমে যে গোল উৎসব শুরু করে ভারত তা শেষ হয় ৫৭ মিনিটে। ভারতের গোল উৎসবে বেশি অবদান দিলপ্রিত সিংয়ের। তিনি একাই করেছেন তিনটি গোল। দুটি গোল করেছেন হারমানপ্রিত সিং। অন্য চার গোল করেছেন ললিত কুমার, আকাশদ্বীপ সিং, হারমানপ্রীত সিং ও মানদ্বীপ মোর।