বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে বীর সন্তানদের
- আপডেট সময় : ১২:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় বাঙালি জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে বাজে করুণ সুর। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। এরপর শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে আওয়ামী লীগের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমিটির নেতারা।