বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে বীর সন্তানদের
- আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন, মহান বিজয় দিবস। সুর্যোদয়ের সাথে সাথে জাতির সূর্যসন্তান, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবসের সূবর্ণজয়ন্তীর সূচনালগ্নে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তারপরপরি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়, বিউগলে বাজে করুণ সুর। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এরপর বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে স্মৃতির বেদীতে শ্রদ্ধা জানান সভাপতি শেখ হাসিনা।
পরে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শ্রদ্ধা জানান স্পীকার শিরিন শারমিন চৌধুরী। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এখনো ষড়যন্ত্র করছে।