স্থগিত করা হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনার কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ক্যারিবিয়ান স্কোয়াডের ৫ ক্রিকেটার ও কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই ২০২২ সালের জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে এই সিরিজ। জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে, পিসিআর টেস্টের পর ক্যারিবিয়ান ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনাভাইরাসে আক্রান্তের তথ্য নিশ্চিত করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। পরে দুই বোর্ডের কর্মকর্তারা বৈঠকে বসে সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিরিজটি নিয়ে পরিকল্পনা করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।