শ্রমবাজার খুলতে রোববারই মালয়েশিয়ার সঙ্গে হবে সমঝোতা সই
- আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে রোববার সমঝোতা স্বাক্ষর সই হতে পারে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এবার আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলেও জানান মন্ত্রী। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না’ উল্লখে করে ইমরান আহমদ বলেন, অতীতে মালয়েশিয়ার বাজার নিয়ে অনেক কিছু হয়েছে। অতীতকে দূর রাখার চেষ্টা করা হচ্ছে। এদিকে, মালয়েশিয়ায় বিএমইটির ডাটাব্যাংক থেকে কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। গত তিন বছর ধরে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় দেশটি। বাংলাদেশ থেকে সব পেশার বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে কর্মী নেওয়ার অনুমোদন দেওয়া হয়।