চলতি বছর দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও মিলছে না কাঙ্খিত মূল্য
- আপডেট সময় : ০১:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চলতি বছর দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও মিলছে না কাঙ্খিত মূল্য। সেই সাথে উৎপাদন ব্যয় বাড়ায় ক্রমেই লোকসানের দিকে এগোচ্ছে এ শিল্প। সংকট থেকে উত্তরণে ভর্তুকির পাশাপাশি সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।
চলতি বছর ১০ মাসেই চা শিল্পে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশের বাগানগুলো। কিন্ত উৎপাদন অনুযায়ী বিক্রি কম হওয়ায়, মিলছে না কাঙ্খিত দর। দেশে চাহিদা কমে যাওয়া ও ভারত থেকে অবৈধপথে নিম্নমানের চা দেশে প্রবেশ করায় এমনটি ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চায়ের ন্যায্য মূল্যের উপর নির্ভর করে শ্রমিকসহ বাগানের নানা উন্নয়ন। তাই দাম নিশ্চিত করা না গেলে মারাত্মক হুমকির মুখে পড়বে মালিক ও শ্রমিকদের স্বার্থ। ২০১৯ সালে যেখানে কেজিপ্রতি চায়ের গড় মূল্য ছিল ২৬২ টাকা চলতি বছরে তা নেমে দাড়িয়েছে ১৮৯ টাকায়। এ অবস্থায় চায়ের ন্যূনতম দাম নির্ধারণসহ নানা পরামর্শ তাদের।
চা শিল্প রক্ষায় চা শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি নানা প্রণোদনা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। জেলায় ২৪টি চা বাগান রয়েছে।