নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আজ ১৮ ডিসেম্বর। নওগাঁ হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজন ঘিরে হাজারো মানুষের সমাগম হয়েছে নওগাঁর এটিম মাঠে। গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পরিচিতি করতেই এমন আয়োজন বলছে আয়োজকরা।
একজনকে পেছনে ফেলে আরেকজনের এগিয়ে যাওয়া; লক্ষ্য হতে হবে প্রথম।
সীমান্ত জেলা নওগাঁ মুক্ত দিবস উপলক্ষে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শত্রু মুক্তির সেই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে এই আয়োজন। যা দেখতে কেবল শহরবাসীই নয়, আশেপাশের গ্রাম থেকেও ছুটে আসেন অনেকে
তবে সবার দৃষ্টি ছিল নারী ঘোড়সওয়ারীর দিকে। নাম তাসমিনা। চাবুক হাতে তার এগিয়ে যাওয়ার ভঙ্গি আবাক করেছে সবাইকে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আগ্রহ ও অনুপ্রেরণা ছিলেন তিনিই।
আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ প্রয়াস। প্রতিবছরে এমন আয়োজনের প্রত্যাশা আয়োজকদের।
নওগাঁসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩০ জন ঘোড়ার দৌড়বিদ অংশ নেন।