হত্যা মামলা প্রত্যাহার না করায় বাদীর মাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৭২৫ বার পড়া হয়েছে
শরীয়তপুর জাজিরায় হত্যা মামলা প্রত্যাহার না করায় বাদীর মাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হন ৫ জন। এছাড়াও নওগাঁ, হবিগঞ্জ ও পঞ্চগড়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের চর ধুপুরিয়া গ্রামের রিয়াজ মাদবর হত্যা মামলা প্রত্যাহার না করায় মামলার বাদী লিটন মাদবরের মা হনুফা বেগমকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।এ সময় আহত হয়েছেন ৫ জন।
নওগাঁয় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার লস্করপুরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সকালে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার
করে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাদাম ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লতিফুল ইসলাম।