৬৮ শতাংশ মানুষকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ দেয়া শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
যথাসময়ে করোনার টিকা দেয়ায় বাংলাদেশ নিরাপদে আছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীর রাজধানীর মহাখালীর বিসিপিএসএ সীমিত আকারে এই কর্মসূচির উদ্বোধন করে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
শনাক্তের হার বর্তমানে ১ শতাংশের নিচে বলেও জানান তিনি। এক বছর আগে করোনার দুই ডোজ সম্পন্নকারী ব্যক্তিরা এই টিকা পাবেন। বুস্টার ডোজে অগ্রাধিকার পাচ্ছে বয়স্ক ও ফ্রন্টলাইনার । অথচ দেশে করোনায় মৃতদের বেশিরভাগই ষাটোর্ধ্ব। এ অবস্থায় বুস্টার ডোজ শুরু করায় টিকাবঞ্চিতদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বুস্টার ডোজ নিতে সকাল থেকে ঐ সেন্টারে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। দেশের ষাটোর্ধ্ব ৩৭ শতাংশ মানুষ এখনও করোনার প্রথম ডোজের টিকা পাননি। আর টিকার আওতার বাইরে প্রায় ৬৮ শতাংশ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষকে টিকার বাইরে রেখেই সকালে শুরু হয়েছে বুস্টার ডোজের কার্যক্রম।