যশোরের শংকরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চা দোকানি খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক চা দোকানি খুন হয়েছে।
স্থানীয়রা জানায়, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বাবার অসুস্থ্যতার কারণে ফিরে এসে তার চায়ের দোকানের হাল ধরেন। দুপুর ১২টার দিকে দোকানের পেছনে ড্রেনের উপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, পারিবারিক বিরোধের জেরে সিরাজগঞ্জের বেলকুচিতে সাফিয়া খাতুন নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বেলা ১২টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের স্বামীর বাড়ী থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।