নারায়ণগঞ্জে ফেক আইডি দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি করা চক্রের নারীসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে রেব।
সিদ্ধিরগঞ্জের আদমজী রেব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পরিচালক মেজর হাসান শাহরিয়ার। তিনি জানান, এ চক্রের সদস্যরা মেয়েদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলে। কৌশল হিসেবে তারা মুখোশ পরিহিত অশ্লীল ছবি, ভিডিও এবং কল গার্ল সার্ভিস দেয়ার কথা বলেন। এরপর নির্জন স্থানে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ অর্থ, মোবাইল ও জিনিসপত্র লুটে নেয়। ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ টাকাও দাবি করে। পরে, ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।