কলকাতায় জয়ের ধারা বজায় রাখলো তৃণমূল কংগ্রেস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কলকাতায় জয়ের ধারা বজায় রাখলো তৃণমূল কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা সিটির ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৪, বিজেপি, ৩ বামফ্রন্ট ২, কংগ্রেস ২ এবং অন্যদের দখলে গেছে ৩টি ওয়ার্ড। তবে, নির্বাচন কমিশন এই ফলাফল চূড়ান্ত অনুমোদন দেয়নি।
এদিকে, ভোটের ফলাফলে খুশির আমেজ বইছে রাজ্যের শাসক দল তৃণমূল শিবিরে। তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে কর্মী-সমর্থকরা জড়ো হয়ে উৎসবে মেতেছেন। সমর্থকদের মুখে ছিল শ্লোগান ‘এবার খেলা হবে দিল্লিতে’। তারা বলছে, ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪৪ ওয়ার্ডে ৪ হাজার ৯৫৯টি বুথে ভোট নেওয়া হয়। এতে কলকাতা থাকলো মমতার তৃণমূলের দখলে।