সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। সেই সঙ্গে কুয়াশাও দেখা যাচ্ছে দেশের কোন কোন অঞ্চলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরিয়ে দেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কুয়াশা কেটে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া। তবে দিনের আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডার কারণে কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে এই জনপদে।
আজ সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।