রাষ্ট্রপতির সংলাপকে বানচাল করতে চায় বিএনপি : ইনু
- আপডেট সময় : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন বন্ধের চক্রান্তের অংশ হিসেবে রাষ্ট্রপতির সংলাপকে বিএনপি বানচাল করতে চায়। বুধবার বিকেলে বঙ্গভবনে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সংলাপে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি, আইন প্রনয়ণসহ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন জাসদ নেতারা।
নির্বাচন কমিশন গঠনে গত ২০ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
বুধবার বিকেলে জাসদের সঙ্গে সংলাপে বসেন রাষ্ট্রপতি। সংলাপ শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, বিএনপি সংলাপ বানচালের জন্য বিভিন্ন প্রহসন করছে।
প্রায় এক ঘণ্টা বৈঠকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেয়াসহ সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন।
ভবিষ্যতে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করে জাসদ।