‘শুভ বড়দিন’ সামনে রেখে পাবনায় বিরাজ করছে উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপনকে সামনে রেখে পাবনায় বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয় ও বাড়িতে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিস্টমার্স ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ।
বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যিশু। খ্রীস্ট ধর্মে বিশ্বাসীরা মহাসমারোহে পালন করে তাঁর জন্মতিথিকে ‘শুভ বড়দিন’ হিসেবে। দিনটি উদযাপনে পাবনার খ্রীস্টান পল্লী এখন উৎসবমুখর। গীর্জাগুলো সাজানো হচ্ছে বর্ণিলভাবে। স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রামের বাড়িতে ফিরছে অনেকে। বাড়িতে বাড়িতে চলছে নগরকীর্তন। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করছে গৃহিনীরা।
সবার সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশে বড়দিন উদযাপিত হবে বলে আশা করেন, পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ কর্তৃপক্ষ।
যিশুর দেখানো মুক্তি ও কল্যাণের পথে জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা হবে বলে আশা করেন, ধর্ম যাজক।
বড়দিন উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান, পুলিশ সুপার।
যিশু খ্রীষ্টের জন্মতিথির মধ্য দিয়ে মানুষের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আশা করে ভক্তরা।