হবিগঞ্জের এসপিসহ সংশ্লিষ্টদের অপসারণ ও বিচার দাবি মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৭:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকারের নির্দেশে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রায় ৩শ’ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এসপিসহ সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানান মির্জা ফখরুল। ঢাকায় সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
গত দু’মাস ধরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আন্দোলন করছে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে আসছে দলটির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গতকাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে এসপির নির্দেশে বিনা উস্কানিতে পুলিশ প্রায় ১২০০ রাউন্ড গুলি ছোঁড়ে।
হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের অপসারণ ও বিচার দাবি করেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও রোববার জেলায়-জেলায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।