যুক্তরাষ্ট্রের কোভিড ত্রাণ তহবিল থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার চুরি
- আপডেট সময় : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কোভিড ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সময়ে প্রায় ১০০ বিলিয়ন ডলার চুরি হয়েছে। করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে চাকরি হারানো নাগরিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার এই ত্রাণ তহবিল গঠন করেছিল।
এ পর্যন্ত তহবিল থেকে ৩ শতাংশ অর্থ বিতরণ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিভাগ চাকরি হারানো বেকার নাগরিকদের আর্থিক সহায়তা প্রদানে অনিয়মের বিষয়ে অভিযোগ তোলে। এরপর মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত শুরু করেন। যুক্তরাষ্ট্রের ৫১টি অঙ্গরাজ্যের প্রত্যেকটিতেই তহবিলের অর্থ চুরির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নয়’শটি চুরির ঘটনা উদঘাটন ও তদন্ত করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক’শ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে বলেও উল্লেখ করেছেন কর্মকর্তারা।