কাল ২৫ ডিসেম্বর, বড়দিন
- আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কাল ২৫ ডিসেম্বর, বড়দিন। যিশুখ্রিষ্টের জন্মোৎসব। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।
দিনটি উদযাপনে সব আয়োজন শেষ করে এনেছেন খিস্ট্রান ধর্মাবলম্বীরা। করোনা দ্রুত বিদায় হয়ে সুস্থ ও নিরাপদ পৃথিবীর কামনায় প্রার্থনা করবেন সবাই। বড়দিনের উৎসব উদযাপনের সঙ্গে জুড়ে থাকে ধর্মীয় ভাবগাম্ভীর্য। সবার চাওয়া মহামারি থেকে সুস্থ হয়ে উঠুক বিশ্ব। গড়ে উঠুক সহনশীল ও সম্প্রীতির পরিবেশ। এদিকে, বড়দিন বা ক্রিসমাসের সাজে সেজেছে রাজধানীর তারকা হোটেলগুলো। নির্দিষ্ট খরচের বিনিময়ে মূলত শিশুদের জন্য দিনভর রয়েছে নানা আয়োজনে অংশ নেবার সুযোগ। ২ হাজার বছরেরও বেশি সময় আগে, বর্তমান ইসরায়েলের বেথলেহেমে এক গোয়ালঘরে জন্ম নেন যিশুখ্রিষ্ট। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পুণ্যের পথ দেখাতে ঈশ্বর, যিশুকে মানবরূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন।